ঠাকুরবাড়ির সমুজ্জ্বল নারীরা ও বিবিধ (হার্ডকভার)
ঠাকুরবাড়ির সমুজ্জ্বল নারীরা ও বিবিধ (হার্ডকভার)
প্রকাশনী:
৳ ৩০০   ৳ ২৫৫
১৫% ছাড়
Quantity  

৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY

প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা ছাড়;  ১০০০+ টাকার বই অর্ডারে। ৫০ টাকা ছাড়; ৫০০+ টাকার বই অর্ডারে। কুপন: FIRSTORDER

১০% নিশ্চিত ছাড় এবং ডেলিভারি একদম ফ্রি !!  মাত্র ১০০০ বা তার বেশি টাকার পাঠ্যবই ও অনুশীলনমূলক বই -এর জন্য প্রযোজ্য। কুপন কোড: ACADEMIC ব্যবহার করলেই 

একাডেমিক বইয়ে প্রতি ১০০০ টাকার অর্ডারে একটি করে খাতা ফ্রি ও ডেলিভারি ফ্রি। কুপন কোড: KHATA

Home Delivery
Across The Country
Cash on Delivery
After Receive
Fast Delivery
Any Where
Happy Return
Quality Ensured
Call Center
We Are Here

গদ্য লেখকের চিন্তা, মনন, তত্ত্ব, যুক্তির আভাস পাওয়া যায় তার লেখা প্রবন্ধে।  তা তন্ময় বা মন্ময় যে প্রকারের প্রবন্ধই হোক না কেন। কোন চিন্তাগ্রাহ্য বিষয়কে  যুক্তির তীক্ষ্ণতায় পরখ করে উপযুক্ত ও সৃজনশীল শব্দ সংযোজন করা এবং পাঠকের  কাছে তার শৈল্পিক উপস্থাপন খুব জরুরি। কারণ পাঠকের অনুভূতি ও সংবেদী মনোভাবের  সাথে লেখকের লেখার সংযুক্তি না থাকলে প্রবন্ধ কেন কোন সাহিত্যই খুব বেশিদিন  টিকে থাকে না। দিলারা মেসবাহ’র লেখা ‘ঠাকুর বাড়ির সমুজ্জ্বল নারীরা’ পাঠ শেষে  এই কথাগুলোই আমার ভাবনায় অনুরনন তুলছিলো।কল্পনা শক্তি ও নিজের মেধাকে পরস্পরের পরিপূরক করতে তিনি যথাসময়ে লাগাম টেনে  ধরেছেন। এই ধরতে পারাটাই লেখকের মুন্সিয়ানা।লেখক দিলারা মেসবাহ’র লেখার সাথে আমার মতো অনেকেই পরিচিত। তার গল্প ও ছড়ার মত  গদ্যও বেশ ঝরঝরে। মোট বারোটি প্রবন্ধ নিয়ে এই প্রবন্ধ গ্রন্থটি। গদ্যের  পাশাপাশি বেশ কিছু বই আলোচনাও রয়েছে। সবশেষে রয়েছে একটি স্মৃতিচারণ। নিজের  বাবার প্রতি আবেগ, ভালোবাসা, শ্রদ্ধা প্রকাশেও তার অত্যুক্তি ঘটেনি। অন্যান্য  প্রবন্ধগুলিও যথেষ্ট হৃদয়গ্রাহী।আশা করি পাঠক এই প্রবন্ধগ্রন্থটি সাদরে গ্রহণ করবে। বোদ্ধা মহলে গ্রন্থটি  আদরনীয় হোক, এটিই প্রত্যাশা।নাহিদা আশরাফীসম্পাদক - জলধি

Title : ঠাকুরবাড়ির সমুজ্জ্বল নারীরা ও বিবিধ
Author : দিলারা মেসবাহ
Publisher : জলধি
ISBN : 9789849690665
Edition : 1st Published, 2022
Number of Pages : 124
Country : Bangladesh
Language : Bengali

দিলারা মেসবাহর জন্ম ২৮ আগস্ট, ১৯৫০ সালে পাবনার বিখ্যাত লোহানী পরিবারে। পিতা তাসাদ্দুক হোসেন লোহানী শিক্ষাবিদ ও খ্যাতিমান সাহিত্যিক। মা বেগম বদরুননেসা লোহানী। বাবার বদলি চাকুরির সুবাদে বিভিন্ন জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে তাকে লেখাপড়া করতে হয়। এর মধ্য দিয়ে সমাজের মানুষ ও প্রকৃতি সম্পর্কে জানাশোনার সুযোগ ঘটে তার ছাত্রজীবন থেকে। স্বামীর কর্মসূত্রে দেশের বিভিন্ন জেলায় অবস্থানগত কারণেও তার অভিজ্ঞতার পরিস্ফুটন ঘটে নানাভাবে। আর অনিবার্যভাবে তা তার লেখার জগৎকে করে প্রসারিত। তাই কখনো ঢাকা বেতারের টকার, স্ক্রিপ্ট রাইটার, সদালাপী ছদ্ম নামে রম্যরচনা, সাপ্তাহিক রোববারে দীর্ঘদিন 'প্রিয়দর্শিনী' নামে কলাম লিখেন তিনি। ১৯৬৫ সালে 'সবুজ পাতা'য় কবিতা প্রকাশিত হওয়ার মধ্য দিয়ে তার লেখালেখি শুরু। বর্তমানে ছোটগল্প, নিবন্ধ, শিশুতোষ রচনায় তিনি নিরন্তরভাবে মগ্ন। পাশাপাশি বাংলাদেশ লেখিকা সংঘের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন। ২০১৬ সালে 'রত্নগর্ভা মা' তাকে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়। দিলারা মেসবাহর সৃষ্টিকর্মের মধ্যে রয়েছে কবিতা, গল্প, উপন্যাস, শিশুসাহিত্য মিলে ৩৮টি গ্রন্থ। এর মধ্যে কয়েকটির নাম উলেস্নখ করা হলো : কবিতাগ্রন্থ, কষ্টের কাঠঠোকরা (১৯৮৬), শুকনো পাতা মানিব্যাগে (২০০), উপন্যাস : স্বপ্নলোকের চাবি (২০০০) নাগরদোলার দিন (১৯৯৩)। ছোট গল্প : পলাতকা ছায়াগুলো (১৯৯০), অন্ধকার ও অপরূপ ডানা (১৯৯৩), ভাতের গল্প (১৯৯৭), বায়োস্কোপ (২০০৫), এক জোড়া পয়মন্ত ইলিশ ( ২০২০)। শিশুসাহিত্য : কিশোর উপন্যাস- আরো ভূতের গল্প (২০০২), এক যে পিঁপড়া (২০০৫), ওপেনটি বায়োস্কোপ( ২০০৫),
রিনির ভুবনখানি (২০১৪)। কিশোর গল্প : টাইগার (২০০৫), ভূত ও ভেনট্রিলোকুইজম (২০০৮), আমেরিকার গল্প ( ২০০৮), ইষ্টিকুটুম মিষ্টিকুটুম, সোনালি মাঠের গল্প (২০১৮), অভিমান (২০১৮), কিশোর সমগ্র-১, কিশোর সমগ্র-২, মুক্তিযুদ্ধবিষয়ক : লাল মলাটের একাত্তর (২০২০)। এ ছাড়া বেশ কয়েকটি উলেস্নখযোগ্য সংকলন সম্পাদনা করেন তিনি। আশরাফ সিদ্দিকী সাহিত্য পদক, লেখিকা সংঘ সাহিত্য পদক, জসীমউদ্‌দীন স্বর্ণ পদক, নন্দিনী সাহিত্য পদকসহ ১০টির মতো বেসরকারি সাহিত্য পুরস্কার লাভ করেন তিনি।


If you found any incorrect information please report us


Reviews and Ratings
How to write a good review


[1]
[2]
[3]
[4]
[5]